তোমারে না দেখলে আমার ঘরে
রয় না মনরে
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তোমারে না দেখলে আমার ঘরে
তোমার আমার ভালোবাসা জানে সর্বজন
অন্ধের চোখের মণি তুমি
সাত রাজারি ধনরে
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
একবার যদি পাইতাম তোরে
করিতাম যতন
অঙ্গেতে চিটাইয়া দিতাম
তুলসী চন্দন রে
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
নগরে বন্ধরে ঘুরি পাইতে দরশন
কয় সালামে মনে হইলে
ঝরে দুই নয়নরে
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তোমারে না দেখলে আমার ঘরে
রয় না মনরে
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তুই আমার জীবনরে বন্ধু
তুই আমার জীবন
তোমারে না দেখলে আমার ঘরে