কখনো কি চেয়েছিলে - আসিফ
রিলিজ - ২০০৫ সালে
💜💜💘💘💔💔💔
কখনো কি চেয়েছিলে জানতে
কতটুকু ভালো আছে মন
কখনো কি পেরেছিলে বুঝতে
কত ব্যথা এ মনে এখন
কাছে এসে দেখে যাও না
এ বুকেরই রক্ত ক্ষরণ
সজনী,,,,,,,,হে হে হে,,,,,,
কখনো কি চেয়েছিলে জানতে
কতটুকু ভালো আছে মন
কখনো কি পেরেছিলে বুঝতে
কত ব্যথা এ মনে এখন
কাছে এসে দেখে যাও না
এ বুকেরই রক্ত ক্ষরণ
সজনী,,,,,,,,হে হে হে,,,,,,
Follow me now ...
প্রেম কত উষ্ণ
করিনিতো আগে অনুভব
হে মন করে প্রশ্ন
কেনো তুমি এতটা নিরব
ভাবনায় বেদনায় আমি ক্লান্ত বড়
করে দাও শান্ত এখন
সজনী,,,,,,,,,
💜💜💘💘💔💔💔
এই শোন বলছি
দেখেছি যে দিন ঐ মুখ
হো সেই থেকে জলছি
কবে দেবে এক ফোটা সুখ
এসেছি সাজাতে আমি স্বপ্ন দিয়ে
তোমার ঐ শূন্য ভুবন
সজনী,,,,,,,হো হো হো হো হো
কখনো কি চেয়েছিলে জানতে
কতটুকু ভালো আছে মন
হে কখনো কি পেরেছিলে বুঝতে
কত ব্যথা এ মনে এখন
কাছে এসে দেখে যাও না
এ বুকেরই রক্ত ক্ষরণ
সজনী,,,,,,,,হো হো হো হো হো
কখনো কি চেয়েছিলে জানতে
কতটুকু ভালো আছে মন
কখনো কি পেরেছিলে বুঝতে
কত ব্যথা এ মনে এখন
কাছে এসে দেখে যাও না
এ বুকেরই রক্ত ক্ষরণ
সজনী,,,,,,,,হো হো হো হো হো