তুমি নেই বলে - আসিফ
এ্যালবাম - সুখে থেকো তুমি বান্ধবী
রিলিজ - ২০০৩ সালে
Tumi nai bole - Asif
তুমি নেই বলে
আমার দুচোখের জলে
হয়েছে অথৈ সাগর
তুমি নেই বলে
আবেগী প্লাবণ এসে
ভিজিয়ে গেছে অধর
আজ শুন্যতা হ্রদয়ে করেছে নোঙর
বিষাদে ছেয়ে গেছে মন বন্দর
স্তব্ধ বিরাণ আমার
সাজানো ঘর,,,,,
তুমি নেই বলে
আমার দুচোখের জলে
হয়েছে অথৈ সাগর
তুমি নেই বলে
আবেগী প্লাবণ এসে
ভিজিয়ে গেছে অধর
Follow me now ...
আজও ভুলিনী সেই সে স্মৃতি
মনে পড়ে যায় বারবার
বুকের মাঝে মুখটি গুজে
বলতে আমি তোমার,,,,
আজও ভুলিনী সেই সে স্মৃতি
মনে পড়ে যায় বারবার
বুকের মাঝে মুখটি গুজে
বলতে আমি তোমার,,,,
আজ তুমি অন্যের মিথ্যে সবই
বিষাদে ছেয়েছে আমার পৃথিবী
আজ তুমি অন্যের মিথ্যে সবই
বিষাদে ছেয়েছে আমার পৃথিবী
স্তব্ধ বিরাণ আমার
সাজানো ঘর,,,,,,
তুমি নেই বলে
আমার দুচোখের জলে
হয়েছে অথৈ সাগর
তুমি নেই বলে
আবেগী প্লাবণ এসে
ভিজিয়ে গেছে অধর
Everyone follow me ...
মনে কি পড়ে বন্ধু তোমার
কত কাছে ছিলাম দুজন
তোমার চেনা গন্ধ আজও
এই মনে তোলে শিহরণ
মনে কি পড়ে বন্ধু তোমার
কত কাছে ছিলাম দুজন
তোমার চেনা গন্ধ আজও
এই মনে তোলে শিহরণ
জোর করে ভুলে থাকা যায় কি সবই
স্মৃতির দেয়াল জুড়ে তোমার ছবি
জোর করে ভুলে থাকা যায় কি সবই
স্মৃতির দেয়াল জুড়ে তোমার ছবি
স্তব্ধ বিরাণ আমার
সাজানো ঘর,,,,,,,
তুমি নেই বলে
আমার দুচোখের জলে
হয়েছে অথৈ সাগর
আজ শুন্যতা হ্রদয়ে করেছে নোঙর
বিষাদে ছেয়ে গেছে মন বন্দর
স্তব্ধ বিরাণ আমার
সাজানো ঘর,,,,,
তুমি নেই বলে
আমার দুচোখের জলে
হয়েছে অথৈ সাগর
তুমি নেই বলে
আবেগী প্লাবণ এসে
ভিজিয়ে গেছে অধর,,,