শোন গো চাঁদ - এন্ডু কিশোর
Sono go chad - A kishore
শোন গো চাঁদ শোন তাঁরা
আসবে কাছে প্রিয়া আমার
শোন গো চাঁদ শোন তাঁরা
আসবে কাছে প্রিয়া আমার
আমি অবাক হয়ে
দেখবো চেয়ে চেয়ে
শোন রাতের আঁধার
শোন গো চাঁদ শোন তাঁরা
আসবে কাছে প্রিয়া আমার
Follow me now ...
গোলাপ বেলি সুরোভি দাও
প্রিয়ার হৃদয় ভরিয়ে দাও
ও চাঁদ তুমি প্রিয়া কে আজ
জোছনা তে সাজিয়ে দাও
শোন গো দক্ষিন হাওয়া
ছুয়োনা আঁচল প্রিয়ার
শোন গো চাঁদ শোন তাঁরা
আসবে কাছে প্রিয়া আমার
Everyone follow me ...
রাতের পাখি ডেকোনা আর
নিরব হয়ে ঘুমিয়ে যাও
ও লাজুক লতা প্রিয়া কে আজ
মনের কথা জানাতে দাও
প্রিয়া যে ভালবাসায়
দোলাবে হৃদয় আমার
শোন গো চাঁদ শোন তাঁরা
আসবে কাছে প্রিয়া আমার
শোন গো চাঁদ শোন তাঁরা
আসবে কাছে প্রিয়া আমার
আমি অবাক হয়ে
দেখবো চেয়ে চেয়ে
শোন রাতের আঁধার
শোন গো চাঁদ শোন তাঁরা
আসবে কাছে প্রিয়া আমার