menu-iconlogo
huatong
huatong
avatar

বদলাইনি আমি - জেমস

MD_Hassanhuatong
★彡MD_Hassan彡★🌀🅣🅑🅢🌀huatong
Lyrics
Recordings
বদলাইনি আমি - জেমস

এ্যালবাম - বাজনা

রিলিজ - ২০০৪ সালে

Bodlayni ami - James

পৃথিবী বদলে গেছে

বদলে গিয়েছো তুমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

পৃথিবী বদলে গেছে

বদলে গিয়েছো তুমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

Follow me now ...

চেনা শহরটা পাল্টে গেল

নেই সে পথটা আগের মত

পোষাকের মত সব পুরনো করে

পাল্টালে তুমিও ঠিক তত

তোমার হৃদয়টা হয়েছে ক্ষয়

এখন অনেক তুমি দামী

বদলাইনি বদলাইনি শুধু আমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

Everyone follow me ...

যেমন কথা ছিল তেমনই আছি

তোমাতেই ভিন্ন সুখের বসবাস

আমার আকাশটা এখনও নীল

পাল্টে গেল শুধু তোমার আকাশ

ঐ নীল আকাশে স্বপ্ন উড়াও

চাষ করো নতুন এক জমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

পৃথিবী বদলে গেছে

বদলে গিয়েছো তুমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

পৃথিবী বদলে গেছে

বদলে গিয়েছো তুমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

বদলাইনি বদলাইনি শুধু আমি

More From MD_Hassan

See alllogo

You May Like