গান: আকাশে বাতাসে
সিনেমা: মনের মাঝে তুমি
আপলোড: তামান্না [ T R N ]
মেয়ে: আকাশে বাতাসে
চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে
ছেলে: ময়না রে ময়না রে,
যাবো তোর পিছু পিছু ডানা মেলে রে
মেয়ে: আকাশে ভেসে চল
ছেলে: লা লা
মেয়ে: রুপ কথার দেশে চল
ছেলে: ঐ দেশে বাঁধবো ঘর
মেয়ে: ও হো
ছেলে: পার হয়ে তেপান্তর
ছে+মে: সাত সাগর তেরো নদী পিছনে ফেলে রে
আকাশে বাতাসে
চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে
আপলোড: তামান্না [ T R N ]
ছেলে: রিমঝিম ঝিম বৃষ্টি শেষে
সূর্য আবার উঠবে হেসে
সেই আমার এই দু'চোখে স্বপ্ন ছড়াবে
মেয়ে: নেই তো এ মন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দু'চোখ জুড়ে
সেই সুখে মন পাখি যে পাখা উড়াবে
ছেলে: সুরে-সুরে-
মেয়ে: গানে-গানে
খুশিতে আজ মন যে দোলে রে
ছেলে: হো..ও..ও..ও..
মেয়ে: আকাশে বাতাসে
চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে
আপলোড: তামান্না [ T R N ]
মেয়ে: নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতই
ছেলে: আজকে এ মন যাক হারিয়ে
দিলাম আমি হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
মেয়ে:ছন্দে-আনন্দে
ছেলে: গানে-গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে
মেয়ে: ও..ও..ও..ও
আকাশে বাতাসে
চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে
ছেলে: ময়না রে ময়না রে
যাবো তোর পিছু পিছু ডানা মেলে রে
মেয়ে: আকাশে ভেসে চল
ছেলে: লা লা
মেয়ে: রুপ কথার দেশে চল
ছেলে: ঐ দেশে বাঁধবো ঘর
মেয়ে: ও হো
ছেলে: পার হয়ে তেপান্তর
ছে+মে: সাত সাগর তেরো নদী পিছনে ফেলেরে
.....ধন্যবাদ.......