menu-iconlogo
huatong
huatong
shabnur-bhalobasha-chara-hoyna-jibon-cover-image

Bhalobasha Chara Hoyna Jibon

Shabnurhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Paroles
Enregistrements
মেয়েঃ ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

দুঃখ ছাড়া হয়না তো সুখের মিলন

কিছু সুখ কিছু দুখ এইতো জীবন

মরনেও ছাড়বো না তোমার এ বাঁধন

ছেলেঃ যত প্রেম, ততো জালা

যত প্রেম, ততো জালা

ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

দুখ ছাড়া হয়না তো সুখের মিলন

কিছু সুখ কিছু দুখ এইতো জীবন

মরনেও ছাড়বো না তোমার এ বাঁধন

মেয়েঃ যত প্রেম, ততো জালা

যত প্রেম, ততো জালা

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ প্রেমিকের কাছে প্রেম অনেক আপন

জিবনের চেয়ে বড়, প্রেমেরি মরন

===============

মেয়েঃ আছো তুমি এ হৃদয়ে নিঃশ্বাসে পাই

এই জিবনে আমি শুধু তোমাকেই চাই

ছেলেঃ তুমি ছাড়া এ জিবনে নামবে আঁধার

জলে পুড়ে সব কিছু হবে একাকার

মেয়েঃ যত প্রেম, ততো জালা

ছেলেঃ যত প্রেম, ততো জালা

মেয়েঃ ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

ছেলেঃ দুখ ছাড়া হয়না তো সুখের মিলন

-==আপলোড বাই মজিবুর==-

মেয়েঃ তুমি ছাড়া যদি আমি স্বর্গেও যাই

মনে হবে সেখানেও কোন সুখ নাই

==============

ছেলেঃ আধারেতে এলে তুমি জালাতে বাতি

জানিনা তো আজও আমি কে যে তুমি

মেয়েঃ ছিলাম আমি চাঁদ আর তারার মাঝে

ভালোবাসা নিয়ে এলো তোমারি কাছে।

ছেলেঃ যত প্রেম, ততো জালা

মেয়েঃ যত প্রেম, ততো জালা

ছেলেঃ‌ ভালোবাসা ছাড়া তো হয়না জীবন

দুখ ছাড়া হয়না তো সুখের মিলন

মেয়েঃ কিছু সুখ কিছু দুখ এইতো জীবন

মরনেও ছাড়বো না তোমার এ বাঁধন

ছেলেঃ যত প্রেম, ততো জালা

মেয়েঃ যত প্রেম, ততো জালা

ছেলে/মেয়েঃ যত প্রেম, ততো জালা

যত প্রেম, ততো জালা

====ধন্যবাদ====

Davantage de Shabnur

Voir toutlogo

Vous Pourriez Aimer