মেয়ে: ও সাথীরে..যেওনা কখনো দূরে
ও সাথীরে..যেওনা কখনো দূরে
তোমার'ই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ছেলে: ও সাথীরে..যেওনা কখনো দূরে
তোমার'ই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
S S G
Super Singers Group
মেয়ে: এই চোখে চেয়ে, নাও দেখে তুমি
ছবি করে তোমায়, রেখেছি আমি
S S G
ছেলে: সেই ছবি কভু, দিও নাকো মুছে
থাকি যেন আমি, তোমার'ই কাছে
মেয়ে: তোমার'ই মনে আমার এই মন
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ছেলে: ও সাথীরে..যেওনা কখনো দূরে
মেয়ে: ও সাথীরে..যেওনা কখনো দূরে
ছেলে: এই পথে যদি, ঝড় নেমে আসে
বাঁধা ভেঙ্গে আসবো, তোমার'ই পাশে
S S G
মেয়ে: জীবনে আছি, মরণে'ও রবো
চিরদিনই ভাল, বেসে যাবো
ছেলে: তোমার'ই প্রেমে আমার এই প্রেম
তুমি ছাঁড়া বাঁচি কি করে
মেয়ে: ও সাথীরে..যেওনা কখনো দূরে
তোমার'ই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
ছেলে: ও সাথীরে..যেওনা কখনো দূরে
মেয়ে ছেলে: তোমার'ই প্রাণে আমার এই প্রাণ
তুমি ছাঁড়া বাঁচি কি করে
সমাপ্ত