আমার কানে কইয়া দাও
পোলা যখন বাজান কইয়া
ডাক দিবো রে
আমি তখন মনের সুঃখে
পাগল হইমো রে
মেয়েঃ ওগো স্বোয়ামী
ছেলেঃ কও?
মেয়েঃ বিয়ার দুই দিন হইলো না
কেনো করছো পাগলামি
তুমি কিছু নিয়ম কানন
মাইনা ছলো আগে
পোলা পানের মুখ দেখিতে
ধৈর্য্য দরন লাগে
ছেলেঃ ও বউ কথা কও
মেয়েঃ কি?
ছেলেঃ আমি কবে হইমো বাপ
আমার কানে কইয়া দাও
মেয়েঃ তোমার পিরিত বুকের মাঝে
চেরাগ হইয়া জ্বলে...হায়
ছেলেঃ তুমি আমায় বাইন্ধা রাইখো
শাড়ির ও আচলে...
মেয়েঃ আমায় ভালোবাসা দিও শুধু
আরতো কিছু চাইবো না
ছেলেঃ ওরে তোমার ছোঁয়া কতো মধুর
হয়না যে তার তুলনা
তুমি আমার সোনা ময়না
মেয়েঃ ওগো স্বোয়ামী
বিয়ার দুই দিন হইলো না
কেনো করছো পাগলামি
তুমি কিছু নিয়ম কানন
মাইনা ছলো আগে
পোলা পানের মুখ দেখিতে
ধৈর্য্য দরন লাগে
ছেলেঃ ও বউ কথা কও
আমি কবে হইমো বাপ
আমার কানে কইয়া দাও
ছেলেঃ তোমার মনের গুয়া মুড়ি
পানে দিয়া দিও...হো
মেয়েঃ ভালোবাসার মসলা দিছি
তুমি খাইয়া নিও...
ছেলেঃ ওরে তোমার মতো বউ পাইয়াছি
মনডা খুশি খুশি লাগতাছে
মেয়েঃ ওগো তোমার কথা শুইনা আমার
মনটা কুহু কুহু ডাকতাছে
আমায় রাইখো গো কাছে কাছে
ছেলেঃ ও বউ কথা কও
মেয়েঃ কি?
ছেলেঃ আমি কবে হইমো বাপ
আমার কানে কইয়া দাও
পোলা যখন বাজান কইয়া
ডাক দিবো রে
আমি তখন মনের সুঃখে
পাগল হইমো রে
মেয়েঃ ওগো স্বোয়ামী
ছেলেঃ কও?
মেয়েঃ বিয়ার দুই দিন হইলো না
কেনো করছো পাগলামি
তুমি কিছু নিয়ম কানন
মাইনা ছলো আগে
পোলা পানের মুখ দেখিতে
ধৈর্য্য দরন লাগে
ছেলেঃ ও বউ কথা কও
মেয়েঃ কি?
ছেলেঃ আমি কবে হইমো বাপ
আমার কানে কইয়া দাও...
.....Thank You......