M কি যাদু করেছো আমাকে...
চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে
কি যাদু করেছো আমাকে...
চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে
এমন স্বর্গ সুখ পাইনি তো কেউ
ও,ও, তুমি আমার, তুমি আমার
চাঁদের মতো বউ
F কি যাদু করেছো আমাকে...
চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে
এমন স্বর্গ সুখ পাইনি তো কেউ
ও,ও, আমি তোমার, আমি তোমার
চাঁদের মতো বউ
M শুধু এই রাত নয়
নয় কিছুক্ষণ
পাশে থেকো তুমি,সারাটি জীবন
F একটাই প্রাণ আর একটাই মন
সবই যেন আমার তোমারি এখন
M এমন ভাগ্য আর হয়নি তো কেউ
ও,ও, তুমি আমার, তুমি আমার
চাঁদের মতো বউ
F কি যাদু করেছো আমাকে...
চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে
F মিশে গেছি যেন, দুজনে দুজন,
হবে না তো ছিন্ন, এই যে বাঁধন
M চিরোকাল রবে,ওই হাতে হাত
সোহাগের ও ছোঁয়া দেবো দিনরাত
F এমন সঙ্গী আর পাইনি তো কেউ,
ও,ও, আমি তোমার, আমি তোমার
চাঁদের মতো বউ
M কি যাদু করেছো আমাকে...
চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে
F কি যাদু করেছো আমাকে...
চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে
M এমন স্বর্গ সুখ পাইনি তো কেউ
F ও,ও, আমি তোমার,
আমি তোমার, চাঁদের মতো বউ
M তুমি আমার, চাঁদের মতো বউ
F আমি তোমার , চাঁদের মতো বউ