ছেলে: তুমি ছাড়া কাটে না
কাটে না প্রহর
এসো এসো এসো বন্ধু
বুকের'ই ভিতর
তোমায় নিয়ে বাঁধবো
ভালোবাসার ঘর
ও..তোমায় নিয়ে
বাঁধবো ভালোবাসার ঘর
মেয়ে: তুমি ছাড়া কাটে না
কাটে না প্রহর
এসো এসো এসো বন্ধু
বুকের'ই ভিতর
তোমায় নিয়ে বাঁধবো
ভালোবাসার ঘর
ও..তোমায় নিয়ে
বাঁধবো ভালোবাসার ঘর
ছেলে: দিনের বেলায়
ছিলাম একা
রাতের বেলা..হলো দেখা
ঘোমটা দিয়ে..থেকো না..
ঘোমটা দিয়ে..থেকো না..
মেয়ে: একটু থাকো,সবুর করে
মিলন হবে..ধীরে ধীরে
এত পাগল..হয়ো না..
এত পাগল..হয়ো না..
ছেলে: তুমি ছাড়া কাটে না
কাটে না প্রহর
এসো এসো এসো বন্ধু
বুকের'ই ভিতর
তোমায় নিয়ে বেঁধেছি
ভালোবাসার ঘর
মেয়ে: ও..তোমায় নিয়ে বেঁধেছি
ভালোবাসার ঘর
মেয়ে: যেমন থাকে,লতা গাছে
তেমন'ই থেকো...দু'জনে কাছে
এইতো মোদের..কামনা...
এইতো মোদের..কামনা..
ছেলে: সবাই রবো,সবার তরে
বাঁধন যাবে..নাতো ছিড়ে
পাবো সুখের..ঠিকানা..
পাবো সুখের..ঠিকানা..
মেয়ে: তুমি ছাড়া কাটে না
কাটে না প্রহর
ছেলে: এসো এসো এসো বন্ধু
বুকের'ই ভিতর
মেয়ে: তোমায় নিয়ে বাঁধবো
ভালোবাসার ঘর
ছেলে: ও..তোমায় নিয়ে
বাঁধবো ভালোবাসার ঘর
সমাপ্ত