ভেঙ্গেছে পিঞ্জর
মেলেছে ডানা
উড়েছে পাখি
পথ অচেনা
নীড়েরি ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
নীড়েরি ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
ভেঙ্গেছে পিঞ্জর
মেলেছে ডানা
উড়েছে পাখি
পথ অচেনা
নীড়েরি ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
নীড়েরি ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
হটাৎ এসে যদি বৈশাখী ঝড়
ভেঙ্গে দেয় গানের আসর
তবু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
হে..............
আহা হা হা......
তবে কি হৃদয়ের লেনা দেনা
কেউ তা মনে রাখেনা
তবে কি হৃদয়ের লেনা দেনা
কেউ তা মনে রাখেনা
FOLLOW BY HUSSAIN
তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
নতুন কথায় আজ প্রানের সুর
হয়েছে গানের নূপুর
হে............
আহা হা হা...........
যেটুকু হয়েছে জানা শুনা
হারিয়ে যেতে দেবনা
যেটুকু হয়েছে জানা শুনা
হারিয়ে যেতে দেবনা
ভেঙ্গেছে পিঞ্জর
মেলেছে ডানা
উড়েছে পাখি
পথ অচেনা
নীড়েরি ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
নীড়েরি ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা
নীড়েরি ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানেনা